1. sajbela24@gmail.com : দৈনিক সাঁঝবেলা : দৈনিক সাঁঝবেলা
  2. info@www.dainiksajbela.com : দৈনিক সাঁঝবেলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ উপজেলার ঢাপড়কাঠীতে “পিএসওএ” র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাকেরগঞ্জ উপজেলায় সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রধান শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত। ত্যাগী নেতা সোলায়মান শেখ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট’র নতুন মহাসচিব মোঃ সোয়েব রহমান। ৫ম এপি হাউস সুপার মডেল বাংলাদেশ-২০২৫ প্রতিযোগীতা অনুষ্ঠিত। দেশে প্রথম বারের মতো শুরু হয়েছে অনলাইন MCQ প্রতিযোগিতা। মনোনয়ন যুদ্ধে মাঠ গরম করলেন কর্নেল হক, খোলামুড়া থেকে জয়নগর পর্যন্ত শোডাউন কেন এরা পথশিশু প্রতিবেশী দেশ বন্ধু না শত্রু? বিকল্প অপশন না থাকায় রাজনৈতিক দলের স্বার্থে চাপিয়ে দেয়া অযোগ্য প্রার্থীকে সাপোর্টরা ভোট দিতে বাধ্য হয়।

আজ রমিজের মন খারাপ

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৫১০ বার পড়া হয়েছে

লায়ন সোবহান হাওলাদারঃ

বিগত ১৫ বছর রমিজ অনেক নির্যাতন ভোগ করেছে। গায়েবি মামলার আসামী হয়ে জেল খেটেছে। আজও সে মামলাগুলো চলমান। মাসের পর মাস রাতে বাড়িতে ঘুমাতে পারে নাই তবুও দল ত্যাগ করে নাই। একেবারে পরিক্ষিত তৃণমূল নেতা যাকে বলে। ইউনিয়ন পর্যায়ের দলের নেতা হিসেবে এলাকার ক্ষমতাসীনদের সাথে ভারসাম্য রেখে চলতে হয়েছে বিগত দিনগুলো অন্যথায় আরও বিপদ হতো।
ক্ষমতা চিরস্থায়ী নহে বিশ্বাসের উপর ভর করেই রমিজ আশায় ছিল একদিন পট পরিবর্তন হবে এবং জীবনে একবার হলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে। ইতিপূর্বে তার দল যখন ক্ষমতায় ছিল তিনি তখন ছিলেন ইউনিয়ন পরিষদের মেম্বার। এ অভিজ্ঞতার উপর ভর করেই তার চেয়ারম্যান হওয়ার স্বপ্ন।
৫ আগস্টের পর অধিকাংশ ইউনিয়নের মত তার এলাকার চেয়ারম্যানও পালিয়েছে। ঐদিনের দৃশ্য দেখে অনেকের মত তিনিও ভেবেছিলেন আর রাজনীতি করবেন না
কিন্তু তার সিদ্ধান্ত পরিবর্তনে সময় লাগেনি।
সরকার গঠনের পর দলের বিপুল জনসমর্থন দেখে রমিজ আশাবাদী হয়ে উঠলেন আসন্ন ইউপি নির্বাচনে সে কনফার্ম চেয়ারম্যান হবেন কেননা তার প্রতিদ্বন্দ্বী হবে অত্যন্ত দুর্বল ।
হঠাৎ আজকের খবরে মন খারাপ। চেয়ারম্যান হতে হলে ডিগ্রি পাস সার্টিফিকেট থাকতে হবে এবং মেম্বারদের ভোটেই হবে চেয়ারম্যান।
এধরণের আইনের কথা সে ইতিপূর্বে কোনোদিনই ভাবে নাই, ভাবলে সার্টিফিকেট জোগাড় করে রাখতো কেননা কিছুদিন পূর্বেও সুযোগ ছিল অটোপাসের। রমিজ ভেবেছিল মাধ্যমিক পাসেই তার ইউনিয়নের যেকোনো ধরণের জনপ্রতিনিধি হতে কোনোদিন বাধা হবে না। তারমত হাজারো রমিজের আজকে মন খারাপ কিন্ত সে দমবার পাত্র নয়, বিষয়টি সে দলের হাই কমান্ডকে জানাবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাসে নামিয়ে আনা যায় কী- না? যদি তার এই দাবি না মানা হয় তাহলে সে ঢাকা প্রেসক্লাবের সামনে একাই অনশন শুরু করবে। পরে তার মতো দেশের হাজারো রমিজরা এ আন্দোলনে শরীক হবে ফলে এটি হবে স্মরণকালের সেরা অনশন ও গণজমায়েত কিন্তু সমস্যা হলো আন্দোলন করলেও এ সরকার তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। ৫ মাসে অনেক আন্দোলন হলো তেমন কোনো সুখবর নেই। প্রেসক্লাবের সামনে এই প্রচণ্ড শীতে কতোদিন অনশনে করতে হবে তা নিশ্চিত নয়। স্ত্রীকে বলে রেখেছেন গরম কাপড় চোপড় বেশি প্রস্তুত রাখতে। অবশ্য বিকল্প ভেবে রেখেছেন যদি দাবি আদায় না হয় বংশের যেকোনো ডিগ্রি পাশ একজনকে চেয়ারম্যান বানিয়ে ক্ষমতা পরোক্ষভাবে নিজের হাতে রাখবেন। দেশের হাজারো রমিজরা এধরণের পরিকল্পনা আজকেই করে ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews