1. sajbela24@gmail.com : দৈনিক সাঁঝবেলা : দৈনিক সাঁঝবেলা
  2. info@www.dainiksajbela.com : দৈনিক সাঁঝবেলা :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ। কেন্দ্রীয় ফারিয়া ও হেলথকেয়ার ফার্মার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা—– বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত। ভাঙ্গা টু কুয়াকাটা মহাসড়ক ৬লেন ও চীন প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের দাবিতে বাকেরগঞ্জে মানববন্ধন। বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ রফিকুল ইসলাম। দেশের স্বার্থে দলকানা না হয়ে “দেশকানা” হই। পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা। বাকেরগঞ্জের কলসকাঠীতে মুক্তিযোদ্ধার শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। আগামী ৯-১০ তারিখ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্কারোপ বাংলাদেশি রফতানি পণ্যের উপর।

গণমাধ্যমকর্মীরা বৈষম্যের শিকার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

সাংবাদিকরা রাস্ট্রের চতুর্থ স্তম্ব যা কাগজে কলমে-ই সীমাবদ্ধ।
প্রথম স্তম্ব জাতীয় সংসদ, বেতন, ভাতা, গাড়ি, বাড়ি সবই দেয়া হয়।
২য় বিচার বিভাগ,সুযোগ সুবিধার অভাব নেই।
তৃতীয় নির্বাহী বিভাগ, তাদের সুযোগ সুবিধা পাহাড় সমান।
চতুর্থ গণমাধ্যম, সরকারি কোনো সুযোগ সুবিধা নেই একমাত্র বিটিভি, বাংলাদেশ বেতার সরকারি সুবিধা পায় যাদের সংবাদ জনগণ দেখতে বা শুনতে চায় না। দিন-রাত সরকারের বন্দনা করা এই সরকারি গণমাধ্যমের কাজ। দেশবাসীর কাছে এই গণমাধ্যমের তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই। বলা হয় গণমাধ্যম স্বাধীন অথচ এদের প্রচারণায় কোনো স্বাধীনতা আছে বলে মনে হয়না। ইতিপূর্বে প্রত্যেকটি সরকারই এই মাধ্যমকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।
সংবিধানে গণমাধ্যম রাস্ট্রের চার খুঁটির এক খুঁটি। একটা খুঁটি ভাঙ্গা থাকলে ঘর একদিকে হেলে পরাটাই স্বাভাবিক।
স্বল্প সংখ্যক বেসরকারি গণমাধ্যম বেতন, ভাতা দেয় যাদের অধিকাংশই সরকার থেকে সুযোগ সুবিধা পাওয়ার জন্য সর্বদা সরকারের তৈলমর্দনে ব্যস্ত থাকে। কিন্তু ৯৮% গণমাধ্যমকর্মীদের নিজের খরচে সংবাদ সংগ্রহে নিজেদের বাইকের জ্বালানি, টোল, খেয়াপার, বাসভাড়া, খাবার যোগাড় করে আইসিটির মতো কালো আইনকে উপেক্ষা করে নিউজ করতে হয় । ফলে অধিকাংশ সাংবাদিকরা হামলা, মামলা, ক্ষমতাশীন রাজনৈতিক দলের নির্যাতনের শিকার হয়। অন্যদিকে অধিকাংশ পত্রিকার মালিকের বেতন দেয়ার সংগতি নেই ফলে আর্থিক সমস্যার কারণেই অনেক মিডিয়া কর্মী জড়িয়ে পরে অনৈতিক কাজে। চতুর্থ স্তম্ভে বৈষম্যের কারণে এখানে জরুরি সংস্কার প্রয়োজন।

১. সরকারের উচিত হবে সংবিধান কর্তৃক স্বীকৃত চতুর্থ স্তম্ভের গণমাধ্যমকর্মীদের সামাজিক মর্যাদা নিশ্চিতকরণে অর্থনৈতিক বিষয়টি বিবেচনায় নেয়া । গণমাধ্যম ঠিকমতো কাজ করলে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও রাস্ট্র পরিচালনা করণ সহজ হবে।

২. সংবাদ সংগ্রহে সর্বত্র টোল ফ্রি যাতায়াতের সুবিধা দিতে হবে।

৩. সরকারি যানবাহনে সংবাদ সংগ্রহে ফ্রি যাতায়াতের সুবিদা নিশ্চিতকরণ।

৪. আইসিটি অ্যাক্টে সংবাদ কর্মীদের বিরুদ্ধে মামলা করা যাবে না। গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধ কিংবা লেখার স্বাধীনতা হরণকরে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

৫. সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের যথাযথ নিরাপত্তা দিতে হবে। প্রয়োজনে পুলিশ প্রটেকশন নিশ্চিত করতে হবে।।

৬. সংবাদ প্রকাশে কোনোরকম বাধা দেয়া যাবে না। মিথ্যা সংবাদ প্রকাশে প্রচলিত আইনে গণমাধ্যমকর্মীদের বিচার হবে এবং সরকার প্রদত্ত আর্থিক সুবিধা বন্ধ করে দিতে হবে। অর্থনৈতিক সুবিধা বন্ধ হলে কোনো সংবাদকর্মী মিথ্যা সংবাদ বলতে বা লিখতে সাহস করবে না।

লেখকঃ লায়ন সোবহান হাওলাদার,
গণমাধ্যমকর্মী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews