
নিজস্ব সংবাদদাতা:
আজ ১৩।০১।২৬ তারিখ কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামে এলাকায় শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে “হেল্প ফর পিপলস সোশ্যাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন “এর উদ্যোগে মানবিক এই কর্মসূচির মাধ্যমে শীতকষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে সংগঠনটি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা জরুরি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয়রা সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবকল্যাণে এমন কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।