প্রতিরোধ
লায়ন সোবহান হাওলাদার
দক্ষিণ সাদিশ খেয়েছে
নারাঙ্গল খাচ্ছে
ঢাপড়কাঠীতে ঢুকছে
এবার বেবাজের পালা।
আগস্ট অভ্যুত্থানের পরে
ওরা আসছে অন্য মুখোশে
ওরা পরিবেশ দেখবে না
গ্রামবাসীর চিন্তাও করবে না।
স্বল্প পুঁজিতে টাকা কামানোর
এমন ধান্ধাও ছাড়বে না
ওদের টাকা আছে
পেশি শক্তিও আছে।
ওরা ম্যানেজ করে
ঘুষখোর বিভিন্ন মহলকে
একমাত্র ঐক্যবদ্ধ প্রতিরোধই পারে
প্রিয় জন্মভূমি কলসকাঠী বাঁচাতে।