“নেতার অপেক্ষায়”
লায়ন সোবহান হাওলাদার
যেই লাউ সেই কদু
গণঅভ্যুত্থানের শেষে,
ছাত্র-জনতা রক্ত দিছে
বৈষম্য নিরসনের তরে।
এখনও তো চলছে বৈষম্য
খোলস পাল্টিয়ে,
অপকর্ম বন্ধে নেতার
বার্তা অবিরত।
কার কথা কে শোনে
চলছে নিয়মিত
পদ পেতে হানাহানি
চলছে তেলবাজি।
কেউ কেউ দিচ্ছে পোস্ট
পুরণো এ্যালবাম থেকে,
ত্যাগীরা তাই করছে অপেক্ষা
নেতার আসার তরে।