লায়ন সোবহান হাওলাদারঃ
কলসকাঠীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল কলসকাঠী ইউনিয়ন থেকে কবে একজন সচিব হবেন ? আমার বিভিন্ন লেখায় শিক্ষার দুরবস্থা তুলে ধরে ইতিপূর্বে এধরণের আক্ষেপ বহুবার প্রকাশ করেছি। অবশেষে আল্লাহপাক কলসকাঠীবাসীর প্রত্যাশা পূরণ করেছেন। কলসকাঠী ইউনিয়ন থেকে এই প্রথম সচিব হলেন মোঃ রফিকুল ইসলাম। ব্যবসায়ীরা নিজের উন্নয়নে কাজ করেন আর একজন সৎ, দক্ষ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা (সচিব) ইচ্ছে করলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, যোগাযোগের উন্নয়নসহ অনেক কাজ সরকারীভাবে করাতে পারেন। বিগত সরকারের আমলে এই ইউনিয়ন ছিল সর্বাপেক্ষা অবহেলিত। নদী ভাঙ্গন, নদী পাড়ের কৃষি জমি কর্তন, রাস্তা ঘাট, ব্রিজ কালভার্টের কাজ না করা, সর্বোপরি পিছিয়ে পরা জনগোষ্ঠীর অন্যতম কলসকাঠীর জনগণ। মোঃ রফিকুল ইসলাম সচিব পদে পদোন্নতি পাওয়ায এলাকাবাসী আশায় বুক বেধেছে হয়তবা এবার আমাদের এলাকার উন্নয়ন হবে। তাহাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকার সর্বোস্তরের জনগণ।