1. sajbela24@gmail.com : দৈনিক সাঁঝবেলা : দৈনিক সাঁঝবেলা
  2. info@www.dainiksajbela.com : দৈনিক সাঁঝবেলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ উপজেলার ঢাপড়কাঠীতে “পিএসওএ” র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাকেরগঞ্জ উপজেলায় সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রধান শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত। ত্যাগী নেতা সোলায়মান শেখ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট’র নতুন মহাসচিব মোঃ সোয়েব রহমান। ৫ম এপি হাউস সুপার মডেল বাংলাদেশ-২০২৫ প্রতিযোগীতা অনুষ্ঠিত। দেশে প্রথম বারের মতো শুরু হয়েছে অনলাইন MCQ প্রতিযোগিতা। মনোনয়ন যুদ্ধে মাঠ গরম করলেন কর্নেল হক, খোলামুড়া থেকে জয়নগর পর্যন্ত শোডাউন কেন এরা পথশিশু প্রতিবেশী দেশ বন্ধু না শত্রু? বিকল্প অপশন না থাকায় রাজনৈতিক দলের স্বার্থে চাপিয়ে দেয়া অযোগ্য প্রার্থীকে সাপোর্টরা ভোট দিতে বাধ্য হয়।

শখের ঘোড়া

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮২৫ বার পড়া হয়েছে

#শিক্ষামুলক গল্প#

এক কৃষকের শখ বিভিন্ন জাতের ঘোড়া সংগ্রহ করা। তার সংগ্রহ সম্পন্ন করতে এখন শুধু এক ধরনের ঘোড়ার প্রয়োজন, যেটা তার প্রতিবেশীর কাছেই রয়েছে। কিন্তু প্রতিবেশী সেটা বিক্রি করতে ইচ্ছুক নয়। তারপরও সে প্রতিদিন তাকে বিরক্ত করেই যাচ্ছে ঘোড়াটি বিক্রি করার জন্য। শেষ পর্যন্ত সে তার প্রতিবেশীকে রাজি করাতে সক্ষম হয়, কিন্তু তার এই আনন্দও বেশি দিন সইল না। এর এক মাস পরেই ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল।

পশু ডাক্তার এসে ঘোড়াটিকে দেখে বলল, এটি একটি মারাত্মক ক্ষতিকর ভাইরাসে আক্রান্ত। সে কিছু ওষুধ লিখে দিয়ে বলল, এগুলো তিন দিন ধরে খাওয়াতে হবে। এর মধ্যে সুস্থ না হলে তিন দিন পরে ঘোড়াটিকে মেরে ফেলতে হবে।

ডাক্তার আর কৃষকের কথাগুলো এর মধ্যে একটি ছাগল আবার মনোযোগ দিয়ে শুনছিল। কিছুক্ষণ পরে কৃষক এসে ঘোড়াটিকে ওষুধ খাইয়ে আবার নিজের কাজে গেল। তখন ছাগলটি এসে ঘোড়াটিকে বলল, শক্ত হও বন্ধু, তোমাকে সুস্থ হতেই হবে, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে।

দ্বিতীয় দিনও কৃষক ঘোড়াটিকে ওষুধ খাইয়ে যাওয়ার পর ছাগলটি ঘোড়াটিকে বলল, উঠো বন্ধু, তোমাকে কষ্ট করে হলেও হাঁটতে হবে, আসো আমি তোমাকে সাহায্য করছি।

তৃতীয় দিন কৃষকের সঙ্গে আবার সেই পশু ডাক্তার এলো, ওষুধ খাওয়ানোর পরে ডাক্তার বলতে লাগল, নাহ আর কিছু করার নেই, কালকে ঘোড়াটিকে মেরে ফেলতে হবে, না হলে তোমার অন্য ঘোড়াগুলোও সংক্রমিত হতে পারে, কোনো সুযোগ নেওয়া ঠিক হবে না। কৃষকও নিরুপায় হয়ে তাতে সায় দিল। এবার তারা চলে যাওয়ার পর ছাগলটি এসে ঘোড়াটিকে বলল, আজকেই শেষ সুযোগ বন্ধু, উঠে দাঁড়াও, তোমাকে পারতেই হবে, দৌড়াতে হবে, এই তো এই তো হচ্ছে, তুমি পেরেছ, আর একটু, চমৎকার, তুমি পারবেই। অবশেষে ঘোড়াটি দৌড়াতে শুরু করল।

এমন সময় হঠাৎ কৃষক এসে দেখতে পেল ঘোড়াটি দৌড়াচ্ছে, সে আনন্দে আত্মহারা হয়ে বলতে লাগল, ‘অবিশ্বাস্য, আমার ঘোড়া সুস্থ হয়ে গেছে, কোথায় সবাই, এই আনন্দে আজকে পার্টি হবে, এই কে আছিস, ছাগলটাকে নিয়ে আয়।

শিক্ষাঃ-
কিছু মানুষ কখনই জানতে পারে না প্রকৃত সাফল্যের পেছনে আসলে কার অবদান, আর কে অন্যের মঙ্গলে নিজেকে উৎসর্গ করে দেয়। “

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews