1. sajbela24@gmail.com : দৈনিক সাঁঝবেলা : দৈনিক সাঁঝবেলা
  2. info@www.dainiksajbela.com : দৈনিক সাঁঝবেলা :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :

আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশে সংখ্যালঘু শব্দটা আওয়ামীলীগের সৃষ্টি:-কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীর দিনে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে হিন্দুধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পটুয়াখালী ০১ আসনের মাটি ও মানুষের নেতা গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম।

কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম বলেন, বিগত দিনগুলোতে ফ্যাসিস্ট আওয়ামীলীগ হিন্দু ধর্মালম্বীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। আওয়ামীলীগ এই বাংলাদেশে সংখ্যালঘু শব্দের জন্ম দিয়েছে। সংখ্যালঘু শব্দটাকে বারবার রাজনৈতিক ফায়দায় ব্যবহার করেছে। রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে বারবার সংখ্যালঘু বলে হিন্দুসম্প্রদায়কে ছোট করেছেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়। আমরা সবাই বাংলাদেশী। এই দেশে মাটি-পানি-বাতাস আমরাদের সকলের। আগামীতে কেউ যদি সংখ্যালঘু শব্দকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

তিনি আরো বলেন, আমরা আজ গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের শুভেচ্ছা বার্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা জানেন বিগত দিনে বৈষম্য, অন্যায়, অবিচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভিপি নুরুল হক নুরকে কত নির্যাতন অত্যাচার সহ্য করতে হয়েছে। এত নির্যাতন অত্যাচারের পরেও সত্যের পথে অবিচল ছিলেন তিনি। ভবিষ্যতেও ভিপি নুরুল হক নুর তথা গণঅধিকার পরিষদ সকল বৈষম্য, অন্যায়, অবিচারের বিরুদ্ধে সদা সোচ্চার থাকবে।

উক্ত শুভেচ্ছা প্রোগ্রামে আরো উপস্থিতি ছিলেন যুগ্ম আহবায়ক মুন্না জহির, নাসির উদ্দীন জুয়েল, সুবর্ণা রশিদ, উর্মি আক্তার, আক্তারুজ্জামান মিশু, রেদোয়ান খান, রিমন ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews