1. sajbela24@gmail.com : দৈনিক সাঁঝবেলা : দৈনিক সাঁঝবেলা
  2. info@www.dainiksajbela.com : দৈনিক সাঁঝবেলা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ উপজেলার ঢাপড়কাঠীতে “পিএসওএ” র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাকেরগঞ্জ উপজেলায় সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রধান শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত। ত্যাগী নেতা সোলায়মান শেখ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট’র নতুন মহাসচিব মোঃ সোয়েব রহমান। ৫ম এপি হাউস সুপার মডেল বাংলাদেশ-২০২৫ প্রতিযোগীতা অনুষ্ঠিত। দেশে প্রথম বারের মতো শুরু হয়েছে অনলাইন MCQ প্রতিযোগিতা। মনোনয়ন যুদ্ধে মাঠ গরম করলেন কর্নেল হক, খোলামুড়া থেকে জয়নগর পর্যন্ত শোডাউন কেন এরা পথশিশু প্রতিবেশী দেশ বন্ধু না শত্রু? বিকল্প অপশন না থাকায় রাজনৈতিক দলের স্বার্থে চাপিয়ে দেয়া অযোগ্য প্রার্থীকে সাপোর্টরা ভোট দিতে বাধ্য হয়।

বাকেরগঞ্জ উপজেলায় সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রধান শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত।

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বাকেরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ। ৮ জানুয়ারী বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় তিনি এই গৌরব অর্জন করেন। ইতিপূর্বে তিনি ২০২২ সালে বাকেরগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে বাংলাদেশ স্কাউট বাকেরগঞ্জ উপজেলার সহ-সভাপতি । এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ২০১৬ সালে ভারতের চেন্নাই আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহনের জন্য মনোনীত হয়েছিলেন ।বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বিভিন্ন ক্যাটাগরির শর্ত পূরণ করে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন ।এইচএম জাফর আহমেদের শিক্ষাজীবন শুরু ১৯৮৭ সালে কলসকাঠী ইউনিয়নের সাদিশ আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ানে ভর্তির মাধ্যমে। তিনি ১৯৯৭ সালে এসএসসি পরীক্ষায় ক্ষুদ্রকাঠী এ.এন.মাধ্যমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং ১৯৯৯ সালে কলসকাঠী ডিগ্রী কলেজ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম বিভাগে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষে বিএম কলেজে বিএসসি অনার্স (মৃত্তিকাবিজ্ঞান) এ ভর্তি হন। দ্রুত চাকুরী করার অভিপ্রায় হলে অনার্স ছেড়ে বিএসসি (পাস) কোর্সে ২০০১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলসকাঠী ডিগ্রী কলেজে পদার্থ, রসায়ন, গনিত নিয়ে পড়াশুনা করেন এবং সেখান থেকেও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।পাশ করার ১৪ দিনের মাথায় বরিশালের একটি উৎপাদনশীল গ্রুপ কোম্পানিতে (পদ্মা গ্লাস এন্ড পদ্মা ক্যাপ) কোয়ালিটি কন্ট্রোল ইনচার্জ হিসেবে চাকুরী করেন। তৎপরবর্তিতে বরিশাল বি এম কলেজে স্নাতকোত্তর (গণিত) অধ্যায়নরত অবস্থায় ২০০৪ সালের ১৮ই এপ্রিল বাকেরগঞ্জ মাদ্রাসায় সহকারী শিক্ষক (গনিত) হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২১/১১/২০০৪ সালে ক্ষুদ্রকাঠী এ এন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (বিজ্ঞান) হিসেবে যোগদান করেন ২০১৫ সালে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিরোর্স সেন্টারের মাষ্টার ট্রেইনার (গণিত) হিসেবে নিয়োগ পান। ১৪/০৭/২০১৫ সালে ছোপরোননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯/১১/২০১৭ সালে বাকেরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেই- ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে ১ম শ্রেণিতে মাস্টার্স অফ এডুকেশন ডিগ্রী অর্জন করেন।এবং ১২/১২/২০১৭ সালে বিদ্যালয়টিকে সরকারি ঘোষনা করা হয়। এইচ এম জাফর আহমেদ এর সেখান থেকে শুরু হয় তার সংগ্রামী পথ চলা। তিনি অক্লান্ত পরিশ্রম করে দক্ষতার সাথে স্কুলটি পরিচালনা করে উপজেলার শ্রেষ্ঠত্ব হওয়ার গৌরব অর্জন করেছেন । বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছে ছাত্রীদের জন্য নামাজের ঘর, গার্ডরুম, হলরুম , সুন্দর পতাকা ও কর্মসূচি মঞ্চ, ফুলবাগান,লাইব্রেরী, বিজ্ঞানাগার, ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা ওয়াস ব্লক ,শিক্ষক ও শিক্ষক শিক্ষিকাদের আলাদা-আলাদা কক্ষ ও আলাদা ওয়াশরুম , বিশাল ফুটবল মাঠ, সীমানা প্রাচীর সহ সুন্দর স্কুল গেট, বিদ্যালয়টি প্রতিটা শ্রেণীকক্ষসহ সমগ্র ক্যাম্পাস সিসি ক্যামেরায় আওতাভুক্ত। উপজেলা পর্যায়ের খেলাধুলা, সাংস্কৃতিক ,বিতর্ক প্রতিযোগিতা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে সফলতা অর্জন করেছেন। তিনি (প্রধান শিক্ষক) বলেন বিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষকদের অত্যন্ত দক্ষতা, সততা এবং পরিশ্রমের মাধ্যমে আজ বিদ্যালয়টি হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি এলাকার সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনের কাছে বিদ্যালয়ের আরও সফলতার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন।
জীবনের স্বপ্ন ও এগিয়ে যাওয়া।তার স্বপ্ন ছিল শিক্ষকতা চাকরি করার, কিন্তু সেই স্বপ্নই পূরণ হল। তবে এখন তার হাত ধরে শতশত শিক্ষার্থী বের হচ্ছে, যারা আগামী দিনে বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনাময় মেধাবী। তার কাজ করা বাকেরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইতিমধ্যে বাকেরগঞ্জ উপজেলায় ২০১৯ সালে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে। নিজের প্রাত্যহিক কাজ সবকিছু মিলিয়ে অনেক কষ্ট আর সাধনার ফসল হিসেবে তার ভাগ্যের ঝুঁলিতে যুক্ত হলো সফলতা। কী পরিমাণ মনোবল আর অধ্যবসায় একজন মানুষকে এমন পরিবর্তন করতে পারে তা দেখিয়েছেন এইচএম জাফর আহমেদ।এই শিক্ষকের ভাষায়, ‘আমি চাই, প্রতিটি ছাত্র এভাবে কঠোর অধ্যবসায় আর শ্রম বিনিয়োগ করে যাক। একদিন না একদিন সফলতা তাকে ধরা দিতে হবে। আমাদের সমাজে এভাবে প্রতিটি ছাত্র যদি তার নিজের অবস্থান থেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করে যায় ও স্বপ্ন দেখে, তাহলে একটি সুখি আর সমৃদ্ধ বাংলাদেশ গঠন অনেকাংশে সহজ হবে। তাই সমাজের বিত্তবানেরা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য সাহায্যের হাত বাড়ালে সমাজ হতে অপরাধ ও বেকার সমস্যা দূর হবে এবং তার পাশাপাশি সমাজের মঙ্গল সাধিত হবে। পরিশেষে বলতে চাই, আগে কর্ম তারপর ফলের আশা। যার মনে স্বপ্ন নেই তার জীবনের কোনো মূল্য নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews