ফাইট্টা যায়, ফাইট্টা যায়
বন্ধু যখন হাইট্টা যায়।
শিল্পী মমতাজ সংস্কৃতি জগতের এক আলোচিত নাম। তার গান শুনে এদেশের জনগণ আনন্দ পেয়েছে,পাচ্ছে এবং পাবে তাতে কোনো সন্দেহ নেই। শিল্পি হিসেবে সে যে মর্যাদা, জনপ্রিয়তা পেয়েছিল রাজনীতি করতে গিয়ে তার অনেকটাই হারিয়েছে। রাজনীতি করা উচিত রাজনীতিবিদদের সেখানে জনপ্রিয় কন্ঠ শিল্পি, চলচিত্র শিল্পি, খেলোয়াররা কেন?
তারা তো তাদের সেক্টর নিয়ে কাজ করাই ভালো। বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে এসব জনপ্রিয় সেলিব্রেটিদের সাথে রাজনীতিবিদদের দেখা হয়, কথা হয় এবং একসময় তাদের ইচ্ছে হয় তিনি মেম্বার অব পার্লামেন্ট হবেন।
দলগুলো তাদের জনপ্রিয়তা কাজে লাগানোর জন্য তাদেরকে দলে ভিড়িয়ে নেয় কিন্তু তারা পার্লামেন্টে কী ভূমিকা রেখেছেন তা সবার জানা।
৫ আগস্ট/২৪ রাজনীতিবিদদের অবস্থা দেখে ভেবেছিলাম অনেকেই রাজনীতি ছেড়ে দিবে এমন কী দলগুলো রাজনীতি করার লোক পাবে না কিন্তু ঘটছে উল্টোটা অর্থাৎ জনসেবা করার জন্য দলের নিবন্ধন পেতে কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দিচ্ছে বিভিন্ন দল এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। শিল্পি মমতাজ বিভিন্ন মামলায় গতকাল এ্যারেস্ট হয়ে আজকে আসে ঢাকার সিএমএম আদালতে । তার নিরাপত্তায় শতাধিক পুলিশের ঘাম ঝড়ে যায়। এই অবস্থা দেখে তারই গাওয়া গানের কলি মনে পড়ে গেল
"ফাইট্টা যায়, ফাইট্টা যায়, বন্ধু যখন হাইট্টা যায়"। অনেকের মতো তিনি যথাসময়ে দেশত্যাগ করতে পারেন নি কেননা তার রাজনৈতিক নেটওয়ার্ক দূর্বল ছিলো ।
নিশ্চয়ই আপা এখন বুঝতে পারছেন রাজনীতি মমতাদের জন্য নয়।
লেখকঃ লায়ন সোবহান হাওলাদার
গণমাধ্যম ও সমাজকর্মী