নিজস্ব সংবাদদাতাঃ
আজ পহেলা মে সকাল ৯ ঘটিকায় নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মে দিবস উদযাপিত হয়।
১৩৯ তম আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবস উদযাপন উপলক্ষে নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলায় সকাল ৯ ঘটিকায় ব্যান্ড পার্টি সহ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলায় সকাল নয ঘটিকায় আলাউদ্দিন মুন্সীর মোড় থেকে র্যালিটি যাত্রা শুরু করে বাজার প্রদক্ষিণ করে উপজেলাসহ পুনরায় মুন্সির মোড়ে ফিরে আসে।
আলোচনায় অংশগ্রহণকরে শ্রমিক সংগঠনে বিভিন্ন নেতৃবৃন্দ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ নুর ইসলাম,চেয়ারম্যান জাতীয় সাংবাদিক সংস্হা ও গণধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম শাহীন বিপ্লব ও সাংবাদিক খায়রুল ইসলাম। শ্রমিকদের অধিকার নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা শেষে অতিথিবৃন্দ শ্রমিকদের নিজস্ব কার্যালয় স্থাপনের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।