নিজস্ব প্রতিনিধিঃ
অত্যন্ত প্রানবন্ত আলোচনায় হেলথ কেয়ার ফার্মার কলিগ নাসির উদ্দীনকে পূনর্বহালের বিষয়ে ফারিয়া অনড় অবস্থান ব্যক্ত করে, কোম্পানির পক্ষ থেকে রবিবার পর্যন্ত সময় চাওয়া হলে ফারিয়ার প্রতিনিধিদল তা মেনে নেয়। ফারিয়ার দাবী মেনে নেয়ার বিষয়ে হেলথকেয়ার ফার্মা ইতিবাচক মনোভাব ব্যক্ত করে।
আমরা আশা করি হেলথকেয়ার ফার্মা মানবিক বিবেচনায় নাসির উদ্দীনকে চাকুরীতে পুনর্বহাল করে হৃদ্যতাপূর্ন সম্পর্ক ধরে রাখবে।
কেন্দ্রীয় ফারিয়ার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান, লায়ন মোঃ নূর ইসলাম, স্থায়ী পরিষদের সদস্য মোবারক হোসেন টিপু, লায়ন সোবহান হাওলাদার, আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এম.এইচ.এ দুর্জয় ফরাজী , কেন্দ্রীয় ফারিয়ার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ বিভাগ ফারিয়ার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ,কেন্দ্রীয় ফারিয়ার যুগ্ম আহ্বায়ক ও কক্সবাজার জেলা ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ আনসার উদ্দিন,ঢাকা মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক এস.এম মহসিন হোসেন,কেন্দ্রীয় ফারিয়ার আব্বাস কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা ফারিয়ার সভাপতি মোঃ ইয়াজুল হাসান লিটন,কেন্দ্রীয় ফারিয়ার সাবেক প্রচার সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম।
কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন,এইচ আর ডিরেক্টর,লিগ্যালের ডিরেক্টর,মার্কেটিংয়ের ডিরেক্টর,জিএম সেলস,এইচ আর এক্সিকিউটিভ,সেলস ম্যানেজার ১ জন ও রিজিওনাল ম্যানেজার ১ জন।