নিজস্ব প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কলসকাঠী ইউনিয়নের গুড়িয়া গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের সচিব জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম কলসকাঠী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। কলেজ পরিচালনা পর্ষদের এ যাবত কালের একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল সভাপতি হিসেবে তাহার নাম প্রস্তাব করা এবং সচিব মহোদয় এ ব্যাপারে সদয় সম্মতি দিয়েছিলেন যার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাহাকে সভাপতি হিসেবে
চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী, আশা করে তাহার নেতৃত্বে কলসকাঠী ডিগ্রি কলেজ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে। কলসকাঠী নাগরিক সমাজসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাহাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।