সোহেল হাওলাদারঃ
বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠীতে বীর মুক্তিযোদ্ধা বিধান দাস (৭৩) এর শেষকৃত্য আজ ৫ এপ্রিল,
শনিবার,সকাল ৯ ঘটিকার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজার নির্দেশক্রমে বাকেরগঞ্জ উপজেলা সহকারি ভূমি অফিসার তন্ময় হালদার,বাকেরগঞ্জ থানা পুলিশ ও ৯ নং কলসকাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব শওকত হোসেন হাওলাদার, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল, বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদ মল্লিক ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হক হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিধান দাস বাকেরগঞ্জ উপজেলার ৯ নং কলসকাঠী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কাশীশ্বর দাস এর ছেলে। বিধান দাস বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রবিবার সকাল ৫ ঘটিকায় বরিশাল শেরেবাংলা মেডিকেল ভর্তি হয়। সেখান থেকে বরিশাল ফেয়ার ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তবে তেমন কোন উন্নতি না হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটা অপারেশন করা হয়। অপারেশনের পর থেকে ৪ দিন ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি থাকে তারপর শুক্রবার রাত ৯ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বিধান দাস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও মেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মরত।