লায়ন সোবহান হাওলাদার
খেলা ধুলায় বাড়ে বল
মাদক ছেড়ে খেলায় চল,
ধুমপান থেকে দূরে থাকো
সুস্থ সবল দেহ গড়ো।
অসৎ পথ ছেড়ে দাও
সময় থাকতে ভালো হও,
ছাত্র-জনতা ঐক্য গড়ো
অপরাধ প্রতিরোধ করো।
অপকর্ম করছে যারা
এখন তারা খাচ্ছে ধরা,
আজকে যা করছে নেতা
হিসেব তোমার করবে জনতা।