1. sajbela24@gmail.com : দৈনিক সাঁঝবেলা : দৈনিক সাঁঝবেলা
  2. info@www.dainiksajbela.com : দৈনিক সাঁঝবেলা :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বাকেরগঞ্জের কলসকাঠীতে সন্ত্রাসী হামলায় যুবদল নেতা হাফেজ মিজানসহ আহত ৩ (৩িন)।

  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কলসকাঠী ইউনিয়নে যুবদল নেতা মিজানুর রহমান সহ তিন জন আহত হয়েছেন। অপর আহতরা হলেন- বাগদিয়া এলাকার ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও স্থানীয় রাকিব নামের এক ছাত্র। এরপর আহত অবস্থায় এদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার কলসকাঠি গ্রামে এ ঘটনাটি ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন হামলার শিকার বাকেরগঞ্জ উপজেলা যুবদলের ১ নং সদস্য ও জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান হাওলাদার বলেন কলসকাঠি বাজারে ওয়ার্ড যুবদল নেতা আনোয়ার হোসেনের ডেকোরেটরের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শনিবার সকালে দোকানের সামনে আনোয়ার হোসেন স্থানীয় কাদের নামের এক ব্যক্তির কাছে বকেয়া টাকা চাইলে তিনি তেলেবেগুনে জ্বলে উঠে দেখিয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করেন। পরবর্তীতে ১০/১২ জনের একদল সন্ত্রাসী একত্রিত হয়ে তাদের উপর আক্রমণ করে।
জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান আরো বলেন, এই হামলাকারীরা গত সাড়ে ১৫ বছরে বাকেরগঞ্জে নানা অন্যায়-অপকর্মে যুক্ত থেকে অগাধ বিত্তবৈভবের মালিক বনে গেছেন। এদের বিরুদ্ধে এলাকার কেউ মুখ খুলতে পারে না। ৫ আগস্ট সরকার পতনের পরও পূর্বের মতো এরা এলাকায় অবৈধভাবে ভেকু দিয়ে রাতের আধারে বিভিন্ন চর থেকে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।
উল্লেখ্য হাফেজ মিজানুুর রহমান কলসকাঠী নাগরিক সমাজের স্থায়ী কমিটির সদস্য। এ ব্যাপারে নাগরিক সমাজ তার আশু রোগমুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews