নিজস্ব সংবাদদাতা:
১৯।১০।২৪ ইং তারিখ রোজ শনিবার সকাল ১১.০০ টায় ফার্মা জব সংস্কার আন্দোলনের ব্যানারে শ্রম আন্দোলনের যথাযথ প্রয়োগ,প্রতিষ্ঠানপুঞ্জের ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা, কোম্পানি কর্তৃক অনিয়ম, অনৈতিক ও অমানবিক কর্মকাণ্ড বন্ধ করার দাবিতে শাহবাগ জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা, স্থায়ী পরিষদের সদস্যবৃন্দ, সভাপতি ও সমন্বয়করা উপস্থিত ছিলেন। শত শত ফার্মা প্রতিনিধিদের উপস্থিতিতে ফারিয়ার উপদেষ্টা জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম বলেন দাবি দাওয়া না মানলে অচিরেই দেশব্যাপী কেন্দ্রীয় ফারিয়া কঠোর কর্মসূচি ঘোষণা করবে। ।