ডেস্ক রিপোর্ট
আগামীকাল শনিবার সকাল ১১.০০ টায় ফার্মা সেক্টরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমম্বয়কদের উদ্যোগে শাহবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে মানববন্ধন। বছরের পর বছর ফার্মাসেক্টরে কর্মরত উচ্চ শিক্ষিত তরুণরা বিভিন্নভাবে নিষ্পেষিত হয়েছে। দরবেশ বাবা সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প উপদেষ্টা থাকায় কোনো ভাবেই মেডিকেল প্রতিনিধিদের দাবি দাওয়া নিয়ে সামনে অগ্রসর হওয়া যায় নাই। এছাড়া বিভিন্ন ঔষধ কোম্পানির মালিকদেরও সরকারের সাথে সখ্যতা ছিল। এই সখ্যতার কারণে মালিকপক্ষ ২৫০০০০ মেডিকেল রিপ্রেজেনটেটিভদের উপর সময়ে -অসময়ে বিভিন্ন ধরণের অনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে ব্যবসা চালিয়ে গেছে এবং এখনও যাচ্ছে।
সমন্বয়কদের পক্ষ থেকে আগামীকালের প্রোগ্রামে যথাসময়ে শাহবাগে প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করছেন।