ডেস্ক রিপোর্ট : আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চায় সরকার। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আলোচনার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সঙ্গে বসবো এবং তারা যখনই বসতে রাজি হবে, সেটা যদি আজকে হয়, আজকেই বসতে রাজি আছি। ১৮ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গণভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, কোটা সংস্কারের শুনানির দিন এগিয়ে আনা হচ্ছে। আগামী রোববার এ বিষয়ে শুনানির জন্য অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করেন তিনি। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে, আগামী ৭ আগস্ট যে মামলা শুনানির কথা ছিল, সেই মামলার শুনানি এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে বলেছি যে, আগামী রোববার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আবেদন করবেন। যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।